header banner

ভক্তসমাগমের মধ্যে দিয়ে বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিবস

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন ও ৩৯ তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল সাড়ে ৯ টা থেকে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। 

{link}
বৃহস্পতিবার, বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। তারা স্বামীজীর মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মন্ডপে গিয়ে বসেন। যেখানে সকাল সাড়ে নটা থেকে শুরু হবে নানা অনুষ্ঠান। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের পর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, সংগীত, বিবেকানন্দ সম্বন্ধে বক্তৃতা, যোগ ব্যায়াম প্রদর্শনী ইত্যাদি হবে। পরিশেষে সকলে হাতে হাতে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন। বিবেকানন্দের জন্মদিনে আজ, সারা দেশ জুড়ে উৎসব। 
{ads}

news Swami Vivekananda birthday Belur Math সংবাদ

Last Updated :