header banner

ভক্তদের উপস্থিতিতে বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে স্বামীজীর ১৬১তম জন্মতিথি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আজ স্বামীজীর ১৬১তম জন্মতিথি। সকাল থেকে মহাসমারোহে সেই উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। সূর্য উদয় হওয়ার পর থেকেই চলছে নানা অনুষ্ঠান। ভক্তদের ঢল মঠে। আজ ১৪ই জনুয়ারি শনিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বেলুড় মঠে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মূলত তিনটি ভাগে অনুষ্ঠান ভাগ করা হয়েছে। ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর স্বামীজীর মন্দিরে বেদ পাঠ ও স্তবগান,  বিশেষ পূজা এবং হোমের আয়োজন করা হয়েছে। স্বামীজীর ঘরে উচ্চাঙ্গ সংগীত, খেয়াল,  ধ্রুপদ পরিবেশন হবে। মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী সভামন্ডপে দিনভর হবে বিবেকানন্দ গীতি, ভক্তিগীতি ,  স্বামীজীর জীবনী পাঠ এবং পরিশেষে হবে ধর্মসভা। এরই মাঝে ভক্তদের জন্য ভোগ বিতরণের আয়োজন রয়েছে। 

{link}
সবমিলিয়ে প্রতিবছরের মতো বেলুড় মঠে এবারেও স্বামীজীর জন্মতিথি অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালিত হচ্ছে। মাঝে গত দু'বছর করোনার প্রকোপে সাধারণ মানুষ এবং ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এবার আর সেই পরিস্থিতি নেই। তাই দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এর পূর্বে ১২ই জানুয়ারি স্বামীজীর জন্মদিনও পালন করা হয়েছিল বেলুড় মঠে। আজ বেলুড় মঠের পঞ্জিকা অনুযাই পালিত হচ্ছে জন্মতিথি। এই মহান দিনে স্বামীজীর দর্শনলাভের উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। 
{ads}

news Belur Math Swami Vivekananda West Bengal Howrah সংবাদ

Last Updated :