header banner

TET Exam : TET 2022 তথ্য ফাঁস! আতঙ্কে চাকরিপ্রার্থীরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলার শিক্ষা ব্যবস্থা যে চরম নৈরাজ্যে তা আবার প্রমাণ হলো। এবার ফাঁস হয়ে গেলো ২০২২ এর টেট পরীক্ষার (TET Exam) তথ্য। অথচ উত্তীর্ন পরীক্ষার্থীরা আন্দোলনে ময়দানে আছে। চাকরি এখনও হয়নি, চলছে আন্দোলন। তার মধ্যেই নতুন বিতর্কে জড়াল TET 2022 পরীক্ষা। জানা গেছে, প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে একটি ভুয়ো ওয়েবসাইটে।

{link}

এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও আশঙ্কা বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। চাকরিপ্রার্থীরা অভিযোগ করছেন, যে ওয়েবসাইটে এই তথ্য ফাঁস হয়েছে, সেটি কোনও সরকারি ওয়েবসাইট নয়। অথচ সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, “West Bengal Primary TET 2022 Certificate Download”।শুধু তাই নয়, রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য কোথায় দিতে হবে, তাও বিশদে উল্লেখ করা হয়েছে। একজন প্রার্থী জানিয়েছেন, “আমরা প্রায় ১,৫০,৪০৬ জন পরীক্ষার্থীর তথ্য ডাউনলোড করতে পেরেছি। আর সেটি যথাযথভাবে পরীক্ষার্থীদের আসল তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে।

{link}

প্রশ্ন হচ্ছে, এত বড় ডেটা বাইরে এল কীভাবে?”ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে। বিশেষ করে কয়েকদিন আগেই টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে পর্ষদ অভিযানে নেমেছিলেন। নিয়োগের অনিশ্চয়তার মধ্যে নতুন করে তথ্য ফাঁস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এ বিষয়ে জানিয়েছেন, “এটা সত্যি কি না, তা আগে দেখা দরকার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সরকারি ওয়েবসাইট থেকে এমন কিছু হওয়া সম্ভব নয়। যদি কোনও চক্র এর সঙ্গে জড়িত থাকে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

{ads}

 

News Breaking News TET Exam TET 2022 সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article