header banner

পুলিশে কামড় খেয়ে দুদিন লকআপে থাকার পর বাড়ি ফিরলেন টেট আন্দোলনকারী অরুণিমা

article banner

নিজস্ব সংবাদাদাতা: কয়েকদিন আগে টেট আন্দোলনে পুলিশি অভিযান চলাকালীন খবরের শিরোনামে উঠে আসে একটি ঘটনা। টেট আন্দোলনকারী এক মহিলার হাতে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ক্যামেরাবন্দি সেই ভিডিও সঙ্গে সঙ্গে উঠে আসে খবরের শিরোনামে, হয়ে যায় ভাইরাল। সেই ঘটনার দুদিন পর পুলিশের কামড় খেয়ে উপরন্তু লকআপে থাকার পর বাড়ি ফিরলেন টেট আন্দোলনকারী অরুনিমা পাল। বাড়ি ফিরে মা ও মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর তিনি। বাড়ি ফিরে তিনি নিজে ঠিক যেমন খুশি, তেমনই স্বস্তি ফিরেছে তার পরিবারেও। 

{link}
বাড়ি ফিরে কেমন লাগছে? প্রশ্নের উত্তরে তিনি জানালেন, অত্যন্ত তিক্ত ঘটনা। কিভাবে সভ্য সমাজে এমন ঘটনা ঘটতে পারে তা এখনও কার্যত বিশ্বাস করতে বেশ অসুবিধা হচ্ছে। আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করলে তার উত্তরে বলেন, আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষন পর্যন্ত না তাদের ন্যায্য দাবি মানা হচ্ছে। একইভাবে তার পাশে দাঁড়িয়েছেন স্বামীর সাধন পাল থেকে মা অলকা পাল। মা বাড়ি ফিরেছে, চিন্তা কেটেছে অরুণিমা পালের মেয়েরও। মুখে হাঁসি থাকলেও এখনও স্পষ্ট তার হাতে পুলিশের কামড়ের দাগ। সত্যি কি আমরা আজ আর সভ্য সমাজের মধ্যে পড়ি না? 
{ads}

news TET police West Bengal Kolkata TET protest সংবাদ

Last Updated :