header banner

আজ যে বন্ধু , কাল সেই প্রতিদ্বন্দ্বী

article banner

ভাঙল ঘর , সমস্ত জল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী অবশেষে পদ্মের গন্ধে মাতলেন । জল্পনা শেষেই পুরানো বন্ধুর দিকে একরাশ প্রশ্ন বান ছুড়ে দিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান গত ১০ বছরের মধ্যে সাড়ে ন বছর তৃণমূলে থাকার পর এখন শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে তৃণমূল দলে পচন ধরেছে। এবং তিনি বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত  করছে। তাহলে এতদিন ধরে তিনি তৃণমূল কি করেছিল। নির্বাচনের আগে তার মনে হচ্ছে তিনি তার যোগ্য সম্মান বা প্রাপ্য সম্মান পাননি। এই প্রশ্নগুলো এতদিন আগে কেন ওঠে নি। তাহলে তিনি কি শুধুমাত্র নিজের যোগ্যতার জন্য কাজ করেছেন ।মানুষের জন্য কাজ করেননি। তিনি আগে এমপি ছিলেন পরে মন্ত্রী হয়েছেন। মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন ।তাহলে কি বলা উচিত, তিনি মন্ত্রী হিসেবে ব্যার্থ । 
 তিনি আরও জানান কোনো একজন তৃণমূল থেকে চলে গেলে তৃণমূল দলটা শেষ হয়ে যায় না। কারণ এই তৃণমূল দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

{ads}
মানুষের উন্নয়নে এবং মানুষের স্বার্থে কাজ করাই রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য। তৃণমূলের উদ্দেশ্য এমনই মন্তব্য করলেন এদিন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন তৃণমূল সরকার মানুষের উন্নয়নের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে অনেকগুলো প্রকল্প নিয়ে এসেছে যেমন সবুজ সাথী, স্বাস্থ্য সাথী্,যুবশ্রী্, কন্যাশ্রী, রূপশ্রী এবং মানুষের উন্নয়নের স্বার্থে আগামী দিনেও তৃণমূল সরকার মানুষের পাশে থাকবে।{ads}


 

Suvendu Adhikari BJP Medinipore firhad hakim firhad hakim speech firhad hakim mayor of kolkata sayantan basu bjp sayantan basu interview sayantan basu speech bjp news today bjp west bengal bjp wes

Last Updated :