হাওড়ার ৩৬ নং ওয়ার্ডে বিজেপির ব্যানার লাগানো নিয়ে বচসা। শনিবার রাত ১২টা নাগাৎ ঘটে ঘটনাটি। স্থানীয় বিজেপি কর্মীরা ব্যানার লাগাতে এলে ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের সাথে বচসা বাড়ার ফলে তারা স্থানীয় থানায় অভিযোগ করতে আসে। সেখানেই আরো বৃহৎ আকার ধারন করে বচসা বলে জানিয়েছেন আহত বিজেপি কর্মীরা। তাদের থানায় লাঠি দিয়ে প্রচন্ড মারধর করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা। আহত একই পরিবারের তিন সদস্য। তিন জনের একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
{link}
এ প্রসঙ্গে রবিবার সকালে মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্থানীয় তৃণমূলের একজন নেতা বরাবরই সেই এলাকায় বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুন লাগাতে বাধাপ্রদান করে। এর পূর্বেও প্রায় দশবার তারা শিবপুর থানায় অভিযোগ জানালেও কোন কাজ হয়নি। এর পূর্বের বিধানসভা ও লোকসভা নির্বাচনেও এধরনের অবস্থার সম্মুখীন হতে হয়েছে তাদের। এবিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন তারা এবং এর পাশাপাশি কাল শিবপুর থানার সামনে ধর্নায় বসার কর্মসূচি করবেন বলেও জানিয়েছেন সঞ্জয় সিং।
{ads}