header banner

রাতের আঁধারে হিংসার রাজনীতি

article banner

বিজেপি করার দায়ে বিনা প্ররোচনায় এক মহিলাসহ চারজনকে মারধরের অভিযোগ হাওড়া পুরসভার ৬৫নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেও কিশোর পাঠকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে লিলুয়া থানা এলাকার এন এস রোডের ঘটনা। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রহৃত মহিলা কিরন দেবী। তার অভিযোগ তার ভাই স্বামী ও তাকে বিজেপি করার অভিযোগে মারধর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানেই পরিষ্কার ধরা পড়ছে হামলার ছবি। মাঝখানে একটি পাঁচিল, দু দিক থেকেই অনবরত ছুটে আসছে ইঁট পাথর। কেউবা ছুঁড়ছেন দরজা, আক্রমন প্রতি আক্রমন চলতে থাকে অনবরত। তার পরেই এক মহিলা বেরিয়ে এসে এক পক্ষের সবাইকে নিয়ে চলে যাচ্ছেন ঘরের ভিতর। তৃণমূল কাউন্সিলারের এলাকায় থেকে কেন বিজেপির সাথে যোগাযোগ, মূলত সেই কারণেই হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার দেও কিশোর পাঠক।

{ads}

TMC BJP War Fight Clash Violence election Politics Howrah News West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article