header banner

তৃণমূলের পথে প্রণব পুত্র অভিজিৎ

article banner

এবার তৃণমূলে আসতে চলেছেন প্রনব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়? জল্পনা সেইরকমই, কারন শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি। তার পরেই অভিজিতের দল বদলের জল্পনা উঠেছে তুঙ্গে। তবে অভিজিৎ ঠিক কবে হাত আঁকা ঝান্ডা ছেড়ে ঘাসফুল আঁকা নিশান হাতে তুলে নেবেন, সেই ব্যাপারে এখনও কিছুই স্পষ্ট নয়। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, আগামী সপ্তাহের প্রথম দিকেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে দল বদলের প্রক্রিয়ার। 

{link}
বাবা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সেই কারনেই হয়ত সেইলের দামী চাকরি ছেড়ে বাবা প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ। তার পর একাধিকবার সাংসদ হয়েছেন কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে। গত লোকসভা নির্বাচনেও জঙ্গিপুরে প্রার্থী হন অভিজিৎ। ভোটের আগের এক সাক্ষাৎকারে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিজিৎ। কিন্তু ভোটে ধরাশায়ী হন, জয় আসেনি। 


সপ্তাহখানেক আগে এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করেন অভিজিৎ। তার পরেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে শুরু হয় জল্পনা। তবে সে জল্পনায় কান দেননি অভিজিৎ। সংবাদ মাধ্যমের সামনে এই সম্পর্কে কোনরকম মন্তব্য করা থেকেও বিরত ছিলেন তিনি। তারপরেই সোমবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গোপনে গিয়ে দেখা করেন অভিজিৎ। এখান থেকেই জোরাল হয় তৃণমূলে যোগদানের জল্পনা। 

{link}
কদিন আগেই দলের পুরোনো সৈনিক মুকুল রায় কে দলে ফিরিয়ে এনে তাক লাগিয়ে দিয়েছে তৃণমূল। এবার তাদের দলে আসতে চলেছেন অভিজিৎ মুখোপাধ্যায়, সব মিলিয়ে নিজেদের শক্তি যতোটা পারা যায় লোকসভা নির্বাচনের আগে বাড়িয়ে নিচ্ছে ঘাসফুল শিবির। শক্তির দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী দলগুলির থেকে। 
{ads}

news West Bengal Politics TMC BJP Congress Abhishek Banerjee Pranab Mukherjee Abhijit Mukherjee Mamata Banerjee রাজনীতি সংবাদ

Last Updated : 4 years ago