চলতি ভোটের আবহেও রাজ্যে অব্যাহত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রাত সাড়ে বারোটা নাগাৎ ১২২ নম্বর ওয়ার্ডে মিশন ঢালীপাড়ার তৃণমূল কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধে। তৃণমূল কর্মী অনুপম সাঁতরার বাড়ির পাঁচিল লক্ষ্য করে বিপক্ষ গোষ্ঠীর কয়েকজন সদস্য একের পর এক চারটি বোমা মারে। বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয় এলাকাবাসীরা। পরে হরিদেবপুর থানায় ঘটনা সম্পর্কে অভিযোগ করা হয়। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
{link}
উল্লেখ্য বিষয় একুশের বিধানসভা নির্বাচনের বেশ কিছু আগে থেকেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত অবস্থা ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু বেশ কিছু সময় ধরে দলবদলের পালা চলায় বহু নেতা কর্মী চলে যান পদ্মের শিবিরে। তারপর থেকেই বহু রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছিল যে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব মিটে গেছে। কিন্তু তা যে এখনও বর্তমান তা এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়ে গেল।
{ads}