header banner

আসানসোল নিয়ে কলহ অব্যাহত হাকিম ও জিতেন্দ্রর

article banner

জিতেন্দ্র তিওয়ারিরি সাথে কলহ অব্যাহত তৃনমূল কংগ্রেসের। এবার জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম।জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছিলেন স্মার্ট সিটি হিসাবে নাম রয়েছে আসানসোলের।কিন্তু স্মার্ট সিটি হিসাবে নাম নেই আসানসোলের বলে জানালেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন স্মার্ট হিসাবে নাম রয়েছে চারটে শহরের নিউটাউন, হলদিয়া, বিধাননগর ও দুর্গাপুর। কিন্তু তবুও জিতেন্দ্র তিওয়ারি দাবি করছেন স্মার্ট সিটি হিসাবে নাম রয়েছে আসানসোলের। এর পাশাপাশি তিনি জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারিকে তিনি ফোনও করেছিলেন কিন্তু তিনি ফোন ধরেননি।আসলে এই পুরো বিষয়ের পিছনের বিজেপির প্রোপাগান্ডা রয়েছে বলে তার মত। কারন ফিরহাদ হাকিমকে জিতেন্দ্র তিওয়ারি যে চিঠি পাঠিয়েছেন, তিনি সেটি পেয়েছেন সকাল নটা পনেরো নাগাত কিন্তু মিডিয়ার কাছে চিঠি কাল রাতেই ফাঁস  হয়ে যায়। 


পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মতে আসানসোলে কাজ করার জন্য জিতেন্দ্র তিওয়ারিকে টাকা দেওয়া হলেও সেভাবে কাজ হয়নি আসানসোলে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যের পরেই কার্যত জিতেন্দ্র তিওয়ারি তিব্রভাবে প্রতিবাদ করে ওঠেন। তার পরেই দুই মন্ত্রীর মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধ শুরু হয়ে যায়। এখন কার্যত তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ যেন এখন নিত্য দিনের বিষয় হয়ে উঠেছে। যার ফলে অন্যবারের তুলনায় এবারের নির্বাচনের আগে তৃনমূল কংগ্রেসের চিত্র একেবারেই অন্যরকম। যে চিত্র দেখে অবাক দল থেকে শুরু করে রাজ্যবাসীরাও।
{ads}

TMC Firhad Hakim Jitendra Tiwari Quarrel Politics Asansol West Bengal India

Last Updated :