ফের প্রকাশ্যে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আরামবাগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারো উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। মূলত তৃণমূলের দুই নেতার ক্ষমতা ও এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুল অনন্ত নগর বাজার এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উদ্ধার হয়েছে গুলির খোল তারই সাথে বেশ কয়েকটি তাজা বোমা।
স্থানীয় সুত্রে পাওয়া খবর অনুযাই খানাকুলে বেশ কয়েক মাস ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই ছিল । শেখ রাঙা অনুগামী ও নজিবুল করিম অনুগামী এই দুই তৃণমূল নেতার সাথে ক্ষমতা ও এলাকা দখলের লড়াইয়েই জন্য মাঝেমধ্যেই দুই তৃণমূল নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি চলত। শনিবার সকালে শেখ রানার অনুগামীর লোকজন হঠাৎই অনন্ত নগর বাজারে প্রচুর ভিড় জমায়। সেই সময় নজিবুল করিমের লোকজন বাজারে হাজির হলে প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা ও তারপর হাতাহাতি এই নিয়ে দুপক্ষের বচসা সংঘর্ষের আকার নেয়। এরপরই অনন্ত নগরএলাকায় বোমাবাজি শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকার মানুষজনের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খানাকুল থানার ওসি কৌশিক সরকার অনিল রাজ সহ বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা স্থল থেকে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে, পাশাপাশি বেশ কয়েকটিগুলির খোলও উদ্ধার হয়। এহেন ভয়ানক অস্ত্রের প্রয়োগের কারনে পরিস্থিতির উপর নজর রেখে এলাকার দখল নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে এখনও স্থানীয় জনগনের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে এখনও। এলাকায় চলছে পুলিশের টহলদারি।
{ads}