header banner

৭ই ফেব্রুয়ারি ডুমুরজলার মাঠে পাল্টা সভা ঘোষনা তৃনমূলের

article banner

গত রবিবারে হাওড়ার ডুমুরজলা ময়দানে বিশাল জনসভার আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির সমস্ত রাজ্য শীর্ষ নেতৃত্ব এবং দুজন কেন্দ্রীয় মন্ত্রী। এবার সেই একই মাঠে বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃনমূল। আগামী ৭ই ফেব্রুয়ারি হতে চলেছে সেই সভা। তার আগে আজ সভাস্থল পরিদর্শন করে গেলেন ঘাসফুল শিবিরের হাওড়া সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। তার সাথেই উপস্থিত ছিলেন তৃনমূল হাওড়া সদরের সভাপরি ভাস্কর ভট্টাচার্য। ঠিক কোন যায়গায় তৈরি হবে সভামঞ্চ তাই এদিন এসে প্রদক্ষিন করে দেখে গেলেন তৃনমূলের এই নেতা। প্রদর্শন করার সময় তাকে বিজেপি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের দলের ছেলেরা ফুঁ দিলেই বিজেপি উড়ে যাবে বলে কটাক্ষ করেন তিনি। 


উল্লেখ্য বিষয় শেষ রবিবারেই এই মাঠে সভা করেছিল বিজেপি। সেই সভার জন্য যে সমস্ত বাঁশ পোঁতা হয়েছিল বা যা যা উপকরন ব্যাবহার করা হয়েছিল তার বেশিরভাগই এখনও মাঠেই রয়েছে। যা খোলা হয়েছে তা হল একমাত্র মঞ্চ। এহেন মুহুর্তে এক পক্ষের জনসভা হওয়ার দুদিন পেরোতে না পেরোতেই বিরোধী পক্ষের সভা করার কথা ঘোষনা, এর থেকেই বর্তমানে বঙ্গে রাজনৈতিক আবহাওয়া যে কি হারে উত্তপ্ত তার একটা প্রমান পাওয়া যায়। শেষ সভায় মাঠে একের পর এক চমক জনসভায় তুলে ধরেছে বিজেপি। এই মাঠের মঞ্চ থেকেই প্রথম বক্তৃতা রেখে চলো পাল্টাই স্লোগান তুলেছেন, নিজের বক্তব্য তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়াও তৃনমূলের একাধিক নেতা যোগদান করেছিলেন পদ্মের শিবিরে। এখন ৭ তারিখ তৃনমূল কোনও চমক তাদের মঞ্চে তুলে ধরতে পারে কি না তাই দেখার।  


{ads}

TMC Mamata Banerjee CM Public Meeting Howrah Dumurjala Stadium Trinamool Congress Arup Roy Central Howrah West Bengal India

Last Updated :