সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে খড়দহ বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ভোটের ফল বেরনোর দিন কয়েক আগে করোনায় মৃত্যু হয় তাঁর। কাজলের অকাল প্রয়াণের জেরে শূন্য হয় আসনটি। ওই আসনেই হবে উপনির্বাচন। সেখানেই তৃণমূলের বাজি হতে পারেন তৃণা।
{link}
প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের আগেই থেকেই শাসকদলের সমর্থক নীল-তৃণা। তাঁদের বিয়েতে অতিথি হিসেবে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ছবি সামনে আসার পর বেশ অবাক হয়েছিলেন অনেকেই। তারপর যদিও তাঁদের একসঙ্গে তৃণমূল কংগ্রেসের বহু সমাবেশে দেখা গিয়েছে এই জুটিকে। এমনকী, কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভোট প্রচারেও সঙ্গী হয়েছিলেন।
তৃণা সাহার স্বামী নীল ভট্টাচার্যও এখনই তৃণার ভোটে দাঁড়ানোর খবর গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, ‘সবে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছি। এখনও অনেকটা পথ চলা বাকি। তাই সেসব নিয়ে এখনই ভাবছি না।’ অবশ্য ২০২১ বিধানসভা ভোটের ইতিহাস অনুযায়ী অনেক তারকাই তৃণমূল কংগ্রেসের সদস্য হওয়ার পরপরই ভোটের টিকিট পেয়েছে। তাই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ তৃণা সাহার ক্ষেত্রেও এমনটা হলে অবাক হওয়ার কিছু নেই।
যদিও সংবাদমাধ্যমের তরফে ‘খড়কুটো’ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, তাঁর কাছে এখনও এই মর্মে কোনও খবর এসে পৌঁছয়নি। সঙ্গে জানিয়েছেন, প্রেম-বিয়ে, রাজনীতি সবটাই সংবাদমাধ্যমকে জানিয়েই করেছেন তাঁরা। তাই ভোটে দাঁড়ালেও সেকথা গোপন রাখবেন না।
{link}
তবে ওই কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়কেও প্রার্থী করা হতে পারে। কারণ ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন শোভনদেব। মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন বলে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি। তাই তাঁকেও খড়দহ কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। এখন দেখার, খড়দহের টিকিটের শিকে ছেঁড়ে কার ভাগ্যে তৃণা না শোভনদেবের!
{ads}