header banner

প্রাক্তন পৌরপিতা ভাস্কর ভট্টাচার্যের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিলি বেলগাছিয়ায়

article banner

হু হু করে বাড়ছে দেশে দৈনিক করোনা আক্রান্ত এবং অ্যাকটিভ কেসের সংখ্যা। তার সাথে একই হারে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর হারও। তবু এতো ভয়াবহ পরিস্থিতির পরেও কোথাও গিয়ে আজও একটা অংশের মানুষের মধ্যে সচেতনতার একটা বড়ো অভাব রয়েই যাচ্ছে। সেই সচেতনতার প্রচার করতেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে। আজ সকালে বেলগাছিয়া মোড়ে সাধারন মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন প্রাক্তন পৌরপিতা ভাস্কর ভট্টাচার্য। প্রায় দু হাজার মাস্ক ও এক হাজার স্যানিটাইজার বিলি করা হয়। এছাড়াও পথচলতি টোটো এবং অটো স্যানিটাইজিং ও করা হয়। 

{link}
আজকেও মাস্ক বিলি করার সময় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকার ও প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমন করেছেন তিনি। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন নরেন্দ্র মোদী বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু বাংলা ও হাওড়ার মানুষের চিন্তা করার কিছু নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা সবাই মানুষের পাশে আছেন বলে জানিয়েছেন তিনি। 


{ads}

TMC Mask Sanitizer distribution Belgachia Howrah Covid-19 coronavirus News West Bengal India

Last Updated :