নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচারকাণ্ডে বুধবার ফের তলব করা হল বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। রাজ্যের শাসক দলের এই দাপুটে নেতাকে তলব করার চিঠি ই–মেল করে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়েও তলবের চিঠি দেন সিবিআই আধিকারিকরা। যদিও অনুব্রত হাজিরা দেবেন কি না, সে বিষয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা।
{link}
এর আগে সোমবার গরু পাচারকাণ্ডে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছিল সিবিআই৷ কিন্তু সেই নোটিস এড়িয়ে যান বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। তিনি নিজাম প্যালেসের বদলে হাজির হন এসএসকেএমে। তবে গতকাল তাঁকে ভর্তি নেয়নি এসএসকেএম কর্তৃপক্ষ। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। ফের বুধবার তাঁকে ফের তলব করা হয়েছে। বারবার ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি সিবিআই-হাজিরা এড়ালেও, তাঁকে সহজে ছাড়তে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই একদিনের ব্যবধানে ফের তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যলেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে অনুব্রতকে ১০ বার চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকরী সংস্থা। কিন্তু, বারবার হাজিরা এড়াচ্ছেন কেষ্ট।
{link}
এরই মধ্যে বোলপুর মহকুমা সিয়ান হাসপাতালের এক প্রতিনিধি অনুব্রতর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাঁর বোলপুরের বাড়িতে যান। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মানসিক অস্থিরতা, পাইলসের গুরুতর সমস্যা রয়েছে। এখনই অস্ত্রোপচার করা সম্ভব নয়। তাঁর শারীরিক দুর্বলতাও আছে বলে জানিয়েছেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।
{ads}