header banner

এবার কি বেচারাম ?

article banner

একের পর এক ভাঙন লেগেই চলেছে ঘাসফুলে। হরিপালের তৃণমূল বিধায়ক ও সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সুত্রের খবর । যোগাযোগ করা যাচ্ছে না বেচারাম বাবুর সঙ্গেও। 
এই প্রসঙ্গে উত্তরপাড়া তৃনমূল বিধায়ক প্রবীর ঘোষাল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি মন্তব্য করেছেন, বেচারাম মান্না জানিয়েছেন নানারকম ক্ষোভ অভিমানের ফলেই তিনি বিধায়কের পদ ছেড়ে দিতে চলেছেন। তাঁকে বারবার বোঝানোর চেষ্টা করা হলেও তিনি আর এই পদে থাকতে রাজি নন। তার উপরে অবিচার করা হয়েছে বলে মনে করছেন তিনি।
কয়েকদিন আগে হুগলির বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি এবং জেলা কমিটির নাম ঘোষনা করে তৃনমূল। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।  সম্ভবত সেই সুত্রকে ঘিরেই পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহন করেন বেচারাম বাবু।সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই খ্যাত রবীন্দ্রনাথ বাবুর সাথে তাঁর মত বিরোধ দীর্ঘদিনের , যে কারণে হুগলীর একসময়ের মজবুত তৃনমূল কংগ্রেসের ভীতে ফাটল ধরেছে। সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনের ফলাফলের পরে ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির জমি দখলে লড়াইয়ে ঝাঁপাবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। তৃনমূলের এই গোষ্ঠীকোন্দল বাড়তি অক্সিজেন প্রদান করবে বিজেপিকে।বেচারাম মান্নার সিঙ্গুরের জমি আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে এলেও মাস্টারমশাইয়ের স্বচ্ছ ভাবমূর্তির  কারণে সিঙ্গুরের জমিতে তাঁর গ্রহন যোগ্যতা কার্যত অনেক বেশি ।

সুতরাং বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হচ্ছে । {ads}

চিত্র সূত্র ঃ ফেসবুক

TMC SINGUR BECHARAM MANNA RESIGNATION

Last Updated :