header banner

একাধিক চমক সহ একুশের নির্বাচনের পূর্নাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃনমূল কংগ্রেসের

article banner

একাধিক চমক সহ একুশের নির্বাচনের আগে সর্বপ্রথম দলের পূর্নাঙ্গ প্রার্থী তালিকা ঘোষনা শাষকদল তৃনমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য এবং পুর্বানুমান অনুযাই এবারের নির্বাচনের অন্যতম কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে নিজের পুরোনো কেন্দ্রে পার্থী হচ্ছেন না মুখ্যমন্ত্রী। ভবানিপুর কেন্দ্র থেকে লড়তে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। 


এছাড়াও এবারের একুশের নির্বাচনে একাধিক নতুন মুখ ঘাসফুলের প্রার্থী তালিকায়। সিট দেওয়া দেওয়া হয়নি বেশ কিছু হেভিওয়েট নেতাকে। অন্যদিকে প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যভাবে উপস্থিতি রয়েছে প্রার্থী তালিকায়। সিট দেওয়া হয়েছে সায়নি ঘোষ, রাজ চক্রবর্তী সহ কাঞ্চন ঘোষ এবং মনোজ তিওয়ারীকেও। ব্যারাকপুর থেকে লড়বেন রাজ চক্রবর্তী এবং আসানসোল দক্ষিন থেকে লড়বেন সায়নি। 


নন্দীগ্রামের পর আসন্ন বিধানসভা নির্বাচনের অন্যতম হটসিট ডোমজুড়। ডোমজুড়ে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে কল্যান ঘোষের নাম। শেফিল্ড টাইসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল তার ডোমজুড়ে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা। সাংবাদিক সম্মেলনে দিদির মুখে নতুন স্লোগান “খেলা হবে, দেখা হবে, জেতা হবে”। এখম একুশের নির্বাচনে জয় আসে কি না তাই দেখার বিষয়। 

{ads}

TMC Trinamool Congress Mamata Banerjee Avishek Banerjee Firhad Hakim Candidate List Assembly Election All India Trinamool Congress West Bengal Assembly Election 2021 News Election Politics

Last Updated :