header banner

Murshidabad : TMC নেতার নাম ২ জায়গার তালিকায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বসির মোল্লা নামে ওই তৃণমূল নেতা কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা মিলিয়ে দেখছিলেন। ভাগ্যের পরিহাস এমনই যে এখন উনি নিজেই ২ জায়গায় নাম তুলে রেখেচ্ছেন। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkal) এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি (BJP) । পালটা তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংশোধন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

{link}

বিজেপির তরফে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের সালামপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বসির মোল্লার নাম ২ জায়গার ভোটার তালিকায় রয়েছে। সালামপুর অঞ্চলের কলাবেড়িয়া প্রাথমিক স্কুলের ভোটার তিনি। সেখানে রয়েছে তাঁর ভোটার কার্ড। আবার বেনিয়াখালি এলাকার পঞ্চাননপুরেও ভোটার তালিকায় নাম রয়েছে বসিরের। সেখানে রয়েছে আলাদা ভোটার কার্ড। এটা তার অজ্ঞাতে হয়েছে তা তো নয়, তিনি সজ্ঞানেই এটা করেছেন।

{link}

অভিযোগ অস্বীকার করে বসির মোল্লা বলেন, আমি ১৯৯৬ সালে সালামপুরে চলে আসি। তার পর কী করে বেনিয়াখালির ভোটার তালিকায় আমার নাম রয়ে গেল জানি না। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা সেই কাজ করেনি, তার দায় কোনও ভোটারের হতে পারে না। ওদিকে বিজেপির দাবি, নির্বাচন কমিশনের হয়ে রাজ্যে কাজ করেন রাজ্য সরকারি আধিকারিকরা।

{ads}

News Breaking News Murshidabad Domkal TMC সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article