header banner

রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, রাজনৈতিক হিংসা অব্যাহত হাওড়ায়

article banner

ফের রাজনৈতিক অশান্তির শিরোনামে হাওড়া। রাতের অন্ধকারে গুলি করে খুন করার অভিযোগ তৃণমূল কর্মীকে। গতকাল রাত ১১টা নাগাৎ হাওড়ার শালিমার ৫ নং গেট লালকুঠির সামনের ঘটনা। নিহত তৃণমূল কর্মীর নাম ভোলা রায়। প্রত্যক্ষদর্শীদের মতে রাতের অন্ধকারে ওই ব্যাক্তিকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত ব্যাক্তিকে গতকাল গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করে। 

{link}
স্বভাবিক ভাবেই ঘটনাটিকে কেন্দ্র করে বিপুল উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য বিষয়, গত বছর ২৯শে ডিসেম্বর হাওড়া শালিমারে দিনে দুপুরে শুট আউটের ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের যুব নেতা ধর্মেন্দ্র সিং এর ও আহত হন তারই মোটর বাইকের পিছনে বসে থাকা সঙ্গী ভোলা রায়। গত বছর ডিসেম্বর মাসের ২৯ তারিখের এই ঘটনায় হাওড়া সিটি পুলিশ ও বি গার্ডেন থানার পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে তিন জনকে বর্ধমান, ডানকুনি ও হুগলি থেকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে আসে প্রমোটিং এবং জমি  সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা। কাল রাতের ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এলাকায়। অবিলম্বে দোষী দের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করে তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানা। প্রাথমিক ভাবে ধর্মেন্দ্র সিং হত্যাকান্ডের সাথেই এর যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ।


{ads}

TMC tmc worker murdered shot dead Shalimar Howrah BJP news West Bengal Crime News India

Last Updated :