শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমন ঘৃণ্য ও লজ্জার ঘটনার পরেও তৃণমূল (TMC) নেতারা বলে চলেছেন, কলেজ উৎসবে ওরকম হয়েই থাকে। মাথায় মদের গ্লাস। বলিউডের সাম্প্রতিক একটি জনপ্রিয় গানের তালে এক মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন এক যুবক। কোনও হোটেল বা বারে নয়। ঘটনাটি বেলঘরিয়ার (Belghoria) ভৈরব গাঙ্গুলি কলেজের (Bhairab Ganguly College)। আর মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা।
{link}
যিনি বছর দশেক আগে ওই কলেজ থেকে পাশ করেছেন। ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে। তৃণমূলকে তোপ দেগেছে সিপিএম (CPIM) ও বিজেপি (BJP)। তবে রানা বিশ্বাস নামে ওই ছাত্রনেতার পাশে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য, কলেজের ফেস্টে এরকম হয়েই থাকে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। অভিযুক্তদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগ পাওয়া গিয়েছে। এরপরই বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের একের পর এক ‘কীর্তি’ প্রকাশ্যে এসেছে। কোথাও আবার ছাত্রীকে দিয়ে TMCP নেতার মাথা টেপানোর ছবি সামনে এসেছে। এবার দেখা গেল, ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টে মাথায় মদের বোতল নিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘জামাল কুদু’-র তালে বেলি ড্যান্সারের সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস।জানা গিয়েছে, ওই ছাত্রনেতা বছর দশেক আগে এই কলেজ থেকে পাশ করেছেন।
{link}
তাঁর মা কামারহাটি পৌরসভার একজন কাউন্সিলর। কলেজের ভেস্টে মহিলার সঙ্গে রানা বিশ্বাসের এই নাচ নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। ওই ছাত্রনেতারও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি বেশি গুরুত্ব দিতে নারাজ কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল পরিচালিত কামারহাটির পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা। বললেন, তিনি ওই নাচ দেখেছেন। তবে ওটা মদের গ্লাস ছিল কি না, তা তিনি জানেন না। তবে ওই নাচের মধ্যে ভুল কিছু দেখছেন না। বলেন, “কলেজ ফাংশনে এইরকম একটু নাচ-গান হয়েই থাকে। নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। তবে আমি বেলি ড্যান্স বুঝি না।"
{ads}