header banner

ওরাই জানে গাছের মানে

article banner

সমগ্র বিশ্বে যখন গাছ এবং জঙ্গল না কাটার আবেদন জানানো হচ্ছে , যার উপর ভিত্তি করে পরিবেশের ভারসাম্যের ওপর নজর দেওয়া হচ্ছে, এই জঙ্গল বেআইনি ভাবে কেটে ফেলা হচ্ছে বলে জানাচ্ছেন ঝাড়গ্রাম জেলার গ্রামবাসীরা । তাঁরা এও জানিয়েছেন বাড়ি নির্মাণ করা হচ্ছে গাছ কেটে। গাছ কেটে বাড়ি তৈরি করা প্রকৃতির বিরুদ্ধে আচরণ।গাছ কেটে দিলে প্রকৃতির ভারসাম্য নস্ট হবে, ক্ষতির মুখে পড়বে একধিক মানুষ।{ads} 
প্রশাসনের ওপর বিরোধ জানিয়ে ঝাড়গ্রাম জেলায় পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা ।বিধানসভা নির্বাচনের আগে কার্যত ঝাড়গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে।জঙ্গল কেটে ধ্বংস করে বেআইনি ভাবে জমি দখল চলছে , সেই বিরোধে একজোট হয়েছেন গ্রামবাসী ।

 
জেলাপ্রশাসন, পুলিশ, বনদফতর এর একাংশে সহায়তাতেই জঙ্গল ধ্বংস চলছে বলে অভিযোগ এলাকা  বাসীর। দূর দূরান্ত থেকে লোক এসে শালজঙ্গল কেটে বসে পরছে। অথচ এদের তোলার কোনো ব্যাবস্থাই করছে না প্রশাসন।
  গ্রামবাসীদের অভিযোগ বহিরাগতরা এসে বনদপ্তরের  জমি দখল করেছে সেই নিয়ে বারবার প্রশাসন কে জানানো সত্ত্বেও ব্যাবস্থা নিচ্ছে না।তাই আজ সকাল থেকে গ্রামের মহিলা পুরুষ উভয়ে মিলে রাজ্য সড়ক অবরোধ করে।দীর্ঘ দিন ধরে এই আন্দোলন চলে যাচ্ছে , আজ গ্রামবাসীরা ক্রুব্ধ হয়ে পথ অবরোধ করেছেন এবং তাঁরা এও জানিয়েছেন যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে তাঁরা এই ভাবেই অবরোধ করতে থাকবেন।এই অবরোধের পরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ।{ads} 

TREE PROTEST JHARGRAM VILLAGE HOME ILLEGAL WEST BENGAL ADMINISTRATIVE PROTEST RALLY BENGALI NEWS

Last Updated :