header banner

Twaha Siddiqui : হুমায়ুনের মন্তব্যে মুখ খুললেন ত্বহা সিদ্দিকি

article banner

নশেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি সম্প্রদায়িক বক্তব্যর প্রেক্ষিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) যে মন্তব্য করেন, তা অসাংবিধানিক। তাঁকে শোকজ করার পরও নিজের অবস্থান থেকে একটুও সরেননি হুমায়ুন। তিনি স্পষ্ট বলেছেন, শুভেন্দু অধিকারী আমার কমিউনিটিকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা প্রত্যাহার করা না হলে আমি ছাড়ব না।

{link}

মুর্শিদাবাদে গেলে শুভেন্দুকে দেখে নেবেন বলেও বারবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হুমায়ুনের বক্তব্য, ‘আমি আগে একজন মুসলিম। পরে দলের সদস্য।’ এদিকে, তৃণমূল বলছে, ব্যক্তিস্বত্ত্বার উর্ধ্বে গিয়ে হুমায়ুন একজন বিধায়ক, তাই তাঁর সচেতন হয়ে মন্তব্য করা উচিত। এই বিষয় নিয়েই হুগলী ফুরফুরা শরীফে মুখ খুললেন ত্বহা সিদ্দিকি।

{link}

হুমায়ুনের বক্তব্য সম্পর্কে ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui) বলেন, “উনি ভুল বলছেন। উনি মুসলিম ঘরে জন্মেছেন। মুসলিম হয়ে জন্মাননি। উনি মানুষ হয়ে জন্মেছেন। আমরা সবাই মানুষ হয়ে জন্মেছি। আমাদের আদি পিতার নাম আদম।” উদাহরণ হিসেবে ত্বহা বুঝিয়ে দিয়েছেন, এমনও তো হতে পারে যে সন্তানের জন্ম দেওয়ার সময় মুসলিম মায়ের মৃত্যু হল, আর সন্তানকে নিয়ে গেল কোনও হিন্দু পরিবার। এদিন ত্বহা সিদ্দিকি আরও দাবি করেছেন, এমন অনেক বিধায়ক আছেন, যাঁরা দিনে তৃণমূল আর রাতে বিজেপি।

{ads}

 

News Breaking News Suvendu Adhikari Twaha Siddiqui Humayun Kabir সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article