header banner

Topsia : তপসিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র এলাকা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনেকটা যদু বংশের মতো তৃণমূল (TMC) নিজেদের আভ্যন্তরিন গোষ্ঠী কোন্দল বাড়িয়েই চলেছে। এবার তোপসিয়াতে (Topsia)। রবিবার তপসিয়া সাক্ষী থাকল এক ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্বের। বোমাবাজিতে ধোঁয়ায় ঢাকল এলাকা। ছোড়া হল পাথর, দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল ঘিরেই বচসা বেঁধে ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।

{link}

এরপরেই রেললাইন থেকে পাথর তুলে এনে শুরু হয় ছোড়াছুড়ি। হয় বোমাবাজির মতো ঘটনাও। সংঘর্ষে নিমিষে উত্তাল হয় এলাকা। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। জানা গিয়েছে, এই উত্তেজনার জেরে ফতেমা খাতুন ও মহম্মদ রোহিত নামে দু’জন আহত হয়েছেন।  পাথরের আঘাতে জখম হয়ে তাদের তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে বলেই খবর।

{link}

ইতিমধ্যে তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বোমাবাজি হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। তবে পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে এলাকায় বোমাও পড়েছে কিনা তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ২৫ জন সন্দেহভাজনকে। তারা সকলেই তৃণমূলের কর্মী বলেই জানা গেছে। এলাকায় চাপা উত্তেজনা আছে।

{ads}

 

News Breaking News TMC Topsia সংবাদ

Last Updated :

Related Article

Latest Article