header banner

ছাত্রীকে একা পেয়ে যৌন নির্যাতনের অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার শিক্ষক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম দেবব্রত মাইতি। তার বিরুদ্ধে অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্রীকে পড়ানোর নাম করে তাকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করেন। সম্পূর্ন বিষয়টির কড়া তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।

{link}
অভিযোগকারী পরিবারের দাবী, পড়ানোর নাম করে তাকে বাড়িতে একা পাওয়ার সুযোগ যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। জোর করে গোপনাঙ্গে আঘাত করার জেরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। তারপরেই বিষয়টি জানাজানি হয়। মাকে পুরো বিষয়টি জানান ওই নির্যাতিতা। এই ঘটনায় নির্যাতিতার মা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। 
{ads}

news Narendrapur sexual assault West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article