শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সোমবারের মতো মঙ্গলবারও রাত জেগেছে চাকরিহারা শিক্ষককেরা। যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ না পাওয়া পর্যন্ত তারা ঘেরাও চালিয়ে যাবে বলে জানিয়েছেন। মঙ্গলবারও এসএসসি চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
{link}
কিন্তু তাতেও রফাসূত্র মেলেনি। মঙ্গলবার রাতেও রাস্তাতেই ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। দফায় দফায় বৈঠক করেন তাঁরা। এরপরই বুধবার সকালে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাওমুক্ত করার কথা ঘোষণা করলেন চাকরিহারারা। এদিন সকালে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, “আমাদের দাবি ছিল লিস্ট প্রকাশ করার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেটা এখন হচ্ছে না। ফলে বিষয়টা ওঁর সঙ্গেই আমরা বুঝব।”
{link}
তিনি আরও জানান, বুধবারই এসএসসির মামলা রয়েছে হাই কোর্টে। সেখানে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হাজিরা দেওয়ার কথা। সেই কারণেই মূলত ঘেরাও মুক্ত করার সিদ্ধান্ত। তবে আন্দোলন-ধরনা জারি থাকবে বলেই জানান চাকরিহারারা। তাঁদের কথায়, “২২ লক্ষ ওএরআর শিট প্রকাশ করতেই হবে।” এখন দেখার আজকে আদালত কোন বার্তা দেয়।
{ads}