header banner

Midnapore : চাকরি হারিয়ে রাস্তায় বিক্ষোভে সরব শিক্ষকরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মেদিনীপুর (Midnapore) শহরের কালেক্টরেট মোড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখালেন চাকুরীহারা শিক্ষকেরা। তাদের দাবি, তারা যোগ্য শিক্ষক! কিন্তু তা সত্তেও আজ তারা চাকুরীহারা। এর জন্য রাজ্য সরকারকেই সরাসরি দায়ী করেন তারা।

{link}

তাদের বক্তব্য, তারা রাজনীতির সবীকার হয়েছেন। বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে চাকরি বাতিল করেছে। যার ফলে শুক্রবার থেকেই কর্মহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষিকা। দিশেহারা হয়েই মেদিনীপুরের কর্মহারা শিক্ষকরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা ক্যালেক্টরেট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান।

{link}

পাশাপাশি আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানালেন তারা। এদিন কালেক্টরেটের মোড়ে ডিএম গেটের সাকনে অবস্থান করার পর প্রতীকি পথ অবরোধও করেন কালেক্টরেট মোড়ের রাস্তায়। যেখানে গাড়ির সামনে শুয়েও বিক্ষোভ দেখান চাকুরীহারা শিক্ষকেরা।

{ads}

 

News BREAKING News Midnapore SSC Case সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article