header banner

Teesta : লাগাতার বৃষ্টিপাতে ফুঁসছে তিস্তা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দু’দিন ধরে পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তরবঙ্গে অঝোরে ঝরছে বৃষ্টি। এই বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়ছে মানুষ। এই অতিভারী বৃষ্টিপাত চলছে সিকিমেও। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসে উঠেছে তিস্তা (Teesta), জলঢাকাসহ রাজ্যের একাধিক নদী। তবে শুধু তিস্তা নদীর জল স্তর বাড়েনি বেড়েছে মহানন্দা (Mahananda) নদীর  জল স্তর।

{link}

 

গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিমের (Sikkim) পাহাড়ে। প্রবল বেগে জল বইছে। ভাঙছে পাড়ও। প্রতি মুহূর্তের জলস্তর বেড়ে চলেছে। জলের তোড়ে রাস্তা ভাঙতে শুরু করেছে।

{link}

 

টানা বৃষ্টিতে চরম বিপর্যয়ে সিকিম। ধস নেমেছে বহু এলাকায়। মাঝিটারের উল্টোদিকে মামরিং হয়ে ঝুলুংয়ে এবং সমরদুংয়ের সংযোগকারী রাস্তাটি সম্প্রতি ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গ (North Bengal) এবং সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

{ads}

News Breaking News West Bengal Rain Monsoon Teesta Mahananda Sikkim warning Weather Report North Bengal overflowing সংবাদ

Last Updated :