header banner

Darjeeling : বৃষ্টিপাতে ফুঁসছে তিস্তা নদী

article banner


শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৃষ্টি থামতেই চাইছে না পাহাড়ে। প্রবল বর্ষণে সিকিমের একাধিক জায়গায় ধস নামে। বিপর্যস্ত সিকিম (Sikkim)।  সিকিমের পাশাপাশি দার্জিলিং ও ব্যাপক বৃষ্টিপাত, বাড়ছে তিস্তা নদীর জল।  ফুঁসছে তিস্তা নদী। পাহাড়ের মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে চলেছে তিস্তা (Teesta)। মূলত সিকিম ও কালিম্পংকে ক্রমাগত নাস্তানাবুদ করে চলছে এই ভয়ংকরী তিস্তা।

{link}

দার্জিলিং (Darjeeling) যাওয়ার রাস্তা গুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেজন্যই পর্যটকদের সাবধান করা হয়েছে। অঝোরে বৃষ্টিপাতের মধ্যে হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে দার্জিলিং ও কালিংপং এর রাস্তা প্রায় বন্ধ। তিস্তা নদীর জল বেড়ে গিয়েছে, নদী উপচে রাস্তার উপর চলে এসেছে জল।

{link}

পেসকের রাস্তায় জল চলে আসার কারণে আপাতত ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তিস্তা বাজারের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। ১০ নম্বর জাতীয় সড়কের উপর চলে এসেছে জল, সেই কারণে খুব ধীরে ধীরে যান চলাচল হচ্ছে ওই সড়ক দিয়ে।

{ads}

News Breaking News Sikkim Darjeeling West Bengal Teesta overflowing Kalimpong damaged tourist tourist Spot Rain Hotel সংবাদ

Last Updated :