ক্রিস্টমাস যত এগিয়ে আসছে ততই যেন অভিমানী শীত , নভেম্বর যে আশা দেখিয়েছিল তা ক্রমশ ফিকে হয়ে আসছে , তাপমাত্রা সামান্য কমলেও আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত এর সম্ভাবনা কম বলছেন আবহাওয়াবিদরা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা এখনো স্বাভাবিক এর ওপরে। এই কারণেই জাঁকিয়ে শীত এর পরিস্থিতি তৈরি হচ্ছে না রাজ্যে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ গতকালের থেকে সামান্য কমলেও তাপমাত্রা এখনো স্বাভাবিক এর ওপরে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রী স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।
আগামী দু-তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রাজ্যে। কলকাতাতেও পারদ নিম্নমুখী হবে আগামীকাল থেকে।যদিও কলকাতায় ১৫ ডিগ্রি নিচে তাপমাত্রা নামার এই মুহূর্তে সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বুধবার নাগাদ তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে কলকাতাসহ রাজ্যে।আগামী সপ্তাহে শীতের আমেজ ফিরতে পারে কলকাতায়।{ads}