header banner

দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের হাওড়ার ডিপোয় কর্ম বিরতিতে অস্থায়ী কর্মচারীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পুজোর আগে দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের হাওড়ার ডিপোর কন্ট্রাক্চুয়াল স্টাফরা কর্ম বিরতি শুরু করলেন। একাধিক দাবি নিয়ে আজ থেকে কর্মবিরতির মাধ্যমে শুরু হল বিক্ষোভ। তাদের বিভিন্ন দাবিদাবা রয়েছে। সেই দাবি দাবা না মানলে তারা এই কর্ম বিরতি আগামী দিনও চালাবেন বলে জানিয়েছেন। যার ফলে আজকে আপাত হাওড়া সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপো থেকে কোনরকম বাস বের করা হয়নি। যারা পার্মানেন্ট স্টাফ বা স্থায়ী কর্মচারী তারা দুটো থেকে তিনটে বাস বের করতে পেরেছেন আজকে। 

{link}
প্রতিবাদকারীদের দাবিগুলির মধ্যে অন্যতম একটি দাবি, সমস্ত কনট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। আজকে হাওড়া ডিপোর প্রতিবাদ শুরু করার ফলে রাজ্যজুড়ে মোট ১০টি ডিপো তে এই কর্মবিরতির প্রতিবাদ শুরু হল। প্রথম শুরু হয়েছিল দীঘায়। হাওড়ার পাশাপাশি তাদের এই কর্ম বিরতিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশ কয়েকটি সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট এর ডিপো কন্ট্রাকচুয়াল স্টাফরা সামিল হয়েছেন। কর্মবিরতির ফলে রীতিমতো সমস্যা দেখা দিয়েছে যাতায়াত ব্যবস্থায়। একটা বড়ো সংখ্যার মানুষজন যাতায়াতের পথে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন। 
{ads}

news South Bengal State Transport Corporation protest Howrah West Bengal সংবাদ

Last Updated :