header banner

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের থানার তপনা এলাকায়। ওই এলাকায় রাজ্য সড়কের দুপাশের গাছে ও বাঁশে বিজেপির পতাকা লাগানো ছিল। মঙ্গলবার দেখা যায় কয়েকটি পতাকা লাগানো বাঁশ উপড়ে পাশের নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়েছে। গ্রামের রাস্তার দুই ধারে লাগানো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় দলের কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আসে। এলাকা ঘুরে দেখেন। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাটু-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
{link}
দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগের বিষয়টি প্রত্যাশিত ভাবেই অস্বীকার করেন তৃণমূলের ব্লক সভাপতি পলাশ কর্মকার। অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তিনি বলেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। নিজেদের গোষ্টিকোন্দোল ঢাকা দিতে বিজেপি অপপ্রচার করছে।
{ads}

south 24 parganas west bengal chaos bjp tmc news সংবাদ

Last Updated :