header banner

Politics: দ্রুত এগিয়ে আসছে নির্বাচন! সঙ্গে পাল্লা দিয়ে উত্তেজনা বাড়ছে ভাঙড়ে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভাঙড় আছে ভাঙড়েই। দক্ষিণ বঙ্গের 'ভাঙড়' সিট আই এস এফের দখলে - যা একদম পছন্দ নয় তৃণমূলের। এবার ওই সিট ছিনিয়ে নেওয়ার জন্যে লাফিয়ে পড়েছে তৃণমূল। রবিবার ভাঙড়ে তৃণমূলের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি বিধায়ক শওকত মোল্লার,পাল্টা চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকির। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের কাটাডাঙায় যুব তৃণমূল কংগ্রেস একটি জনসভার আয়োজন করেছিল। সেই আয়োজিত জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। হাজারো কর্মী-সমর্থকের সামনে থেকে তিনি নাম না করে আইএসএফ নেতা কারিমুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “আইএসএফ-এর একটা জানোয়ার আছে। মাথায় টুপি দিয়ে ঘোরে। ভোগালিতে গেছিলাম মিটিং করতে। এখান থেকে বলে দিচ্ছি, এরপর যদি আমাদের মিটিংয়ে বাঁদরামো করো পুঁতে ফেলে দেব। তোমার বাপ নওশাদ-আব্বাস আটকাতে বলে দিলাম।”

{link}

  এরপর ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও কড়া সুরে সতর্ক করেন শওকত মোল্লা। বলেন, “তোর দলের কেউ আমাদের গাড়ির সামনে নোংরামি করলে তুই ভাঙড়ে ঢুকতেই পারবি না। তোর ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই।” পাল্টা প্রতিক্রিয়ায় নওশাদ জানান, শওকাত চুনোপুঁটি নেতা। তিনি শওকতের হুমকিকে কিছুই মনে করেন না। তাঁর কথায়, “শওকতের মতো নেতা অনেক আছে। আমি ভয় পাই না।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ৩ তারিখে ক্যানিং পূর্বে সভা করতে যাবেন — “শওকতের যদি ক্ষমতা থাকে, রুখে দেখাক।" বোঝাই যাচ্ছে প্রাক নির্বাচনী উত্তেজনা বেশ বাড়ছে।

{ads}

Politics News Bhangar Trinamool Congress BJP West Bengal West Bengal Politics সংবাদ রাজনীতি রাজনৈতিক বিতর্ক ভাঙড়

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article