header banner

Nadia : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সকালেই মর্মান্তিক দুর্ঘটনার খবর। সাম্প্রতিককালে এতো মর্মান্তিক দুর্ঘটনা কম ঘটেছে। নদিয়ায় (Nadia) মারুতিকে পিষে দিল বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জনের। মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে মহিষবাথান মাঠ এলাকায়।

{link}

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। জানা গিয়েছে, এদিন সকাল সাতটার পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই রাজ্য সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল একটি মারুতি গাড়ি। তাতে কমপক্ষে ছ’জন ছিলেন। সেসময় দ্রুতগতিতে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস এসে গাড়িটিকে ধাক্কা মারে। মারুতি গাড়িটিকে নিয়ে গিয়ে রাস্তার ধারের একটি বড় গাছে ধাক্কা মারে ঘাতক বাসটি।

{link}

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে মারুতি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ওই গাড়ির ভিতর থাকা যাত্রীরা সকলেই পিষে আটকে থাকেন বলে খবর। সাতসকালে বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যদিও মারুতির ভিতর আটকে থাকা যাত্রীদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত খবর দেওয়া হয় করিমপুর থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজের জন্য পৌঁছয় দমকল বাহিনীও। বাসটিকে সরিয়ে মারুতির ভিতর থেকে নিহতদের উদ্ধারের কাজ চলছে।

{ads}

News Breaking News Nadia accident সংবাদ

Last Updated :