header banner

নদীয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: সাত সকালে ভয়াবহ পথে দুর্ঘটনা। দশ চাকার লরি এবং মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচজনের। মৃত্যু হয় এক মহিলা দুই শিশুসহ দুই যুবকের। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়েরা দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান। তারপর খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকেও। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকার্যে হাত লাগানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট হয়। 

{link}
স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে নাকাশিপাড়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা থেকে কিছুটা দূরে মারুতিতে করে কয়েকজন আসছিলেন। তখনই উল্টো দিক থেকে যাচ্ছিল একটি 10 চাকার লরি। দুটি গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে। কার্যত পিষে যায় ওই মারুতি ভ্যানটি। সাতসকলে হওয়ার কারণে বেশি পথচারী না থাকার কারণে উদ্ধার কাজ করতে সময় লেগে যায়। কয়েকজন পথচারীরা প্রাথমিকভাবে ওই যাত্রীদের গাড়ি থেকে বের করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশু এক মহিলা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

{link}
স্থানীয়দের দাবি রাস্তা কাজ চলার কারণে এখনো সম্পূর্ণ হয়নি। আর সম্পূর্ণ না হওয়ার কারণে কখনো টু ওয়ে থেকে ওয়ান ওয়ে রাস্তার পারাপারের সময় এই দুর্ঘটনা লেগেই থাকে। সেই কারণেই এমন দুর্ঘটনা মনে করছে স্থানীয়রা। পাশাপাশি মৃতদেহ গুলির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃতদেহগুলি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ এসে এই দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। যদিও স্থানীয়রা জানাচ্ছেন রাস্তার এই বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা।
{ads}

news accident death Nadia West Bengal সংবাদ

Last Updated :