শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আগুন আর আগুন বাংলা জুড়ে। সোমবার রাতে বীরভূমের (Birbhum) বোলপুরে 'সাঁঝবাতি' নামে এক বহুতলে ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় আহতের সংখ্যা অন্তত পাঁচ। আহতদের মধ্যে দু'টি শিশুও রয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন বাগে আনার আপ্রাণ চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ প্রথম ওই বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখেন পথচলতি লোকজন ও এলাকার বাসিন্দারা। যে বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, সেটির নাম - সাঁঝবাতি।
{link}
অভিযোগ ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বোলপুরের অত্যন্ত জনবহুল বাঁধগোড়া এলাকায় রয়েছে এই আবাসনটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধোঁয়া দেখতে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা বহুতলটিকে গ্রাস করে নেয়। তাতে ঝলসে প্রাণ যায় অন্তত দু'জনের। দু'জনই বয়সে প্রবীণ। তাঁদের একজন হলেন ৬৮ বছরেরে স্বপন নন্দী এবং অন্যজনের নাম অঞ্জু নন্দী। তাঁর বয়স ৬২ বছর। এছাড়াও, এখনও পর্যন্ত এই আগুনে পাঁচজনের আহত হওয়ার খবর সামনে এসেছে।
{link}
তাদের মধ্যে দুজন শিশু আছে। তারা প্রত্যেকেই ধোঁয়ায় শ্বাস কষ্টে অসুস্থ হয়ে পরেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এয়ার কন্ডিশনার (এসি) ফেটেই এই ভয়াবহ অঘটন ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে আরও জানা গিয়েছে, আগুন লাগার পর বহুতলের নীচে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারেও আগুন লেগে যায়। ফলত, ভিতর ও বাইরে - দুই দিক দিয়েই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং দ্রুত তা আরও ছড়িয়ে পড়ে।
{ads}