header banner

Maipith : খাঁচাবন্দি মৈপীঠের সেই কুখ্যাত বাঘ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তখনো সকালের সূর্যের আলো ফোটেনি। বাঘের জন্য পাতা ফাঁদে হঠাৎ বাঘের গর্জনের শব্দ। বন কর্মীরা দ্রুত ছুটে গিয়ে দেখেন ছাগলের টোপ কাজে লেগেছে, বন্দি সেই কুখ্যাত বাঘ। সোমবার আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে বাঘ। স্থানীয় এক বাসিন্দা দেখতেই পেয়েই গাছে উঠে পড়েন। খুব কাছে থাকলে, কোনও ক্রমে রক্ষা পান তিনি।

{link}

কিন্তু রক্ষা পাননি বন দফতরের কর্মী। তাঁর মাথায় কামড় বসিয়ে দেয় বাঘটি। কোনও রকমে তাঁকে ছাড়ানোর ব্যবস্থা করেন বনকর্মীরা। এরপর আর বাঘের সন্ধান পাওয়া যাচ্ছিল না। দিনভর চলে চেষ্টা। রাতে একটি আস্ত ছাগল টোপ হিসেবে রেখে বাঘটিকে ধরার ফাঁদ পাতেন বনকর্মীরা। ভোর সাড়ে ৩টে নাগাদ সেই খাঁচার দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়া যায়। তখনই বোঝা যায় যে বাঘ খাঁচায় ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে বাঘের গর্জন।তখনই বোঝা যায় যে বাঘ খাঁচায় ঢুকে পড়েছে।

{link}

বনকর্মীরা কাছে গিয়ে দেখেন, ভিতরে রাখা ছাগলটি তারিয়ে তারিয়ে খাচ্ছে বাঘ। সঙ্গে সঙ্গে খাঁচাবন্দি করা হয় তাকে। বনকর্মীরা জানাচ্ছেন, বাঘ অত্যন্ত ক্ষুধার্ত ছিল। খাবারে সন্ধানেই সে লোকালয়ে চলে এসেছে বলে অনুমান করা হচ্ছে। বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, এটি একটি পুরুষ বাঘ। এর আনুমানিক বয়স ১০ বছর। এই মুহূর্তে অনেক স্বস্তি মৈপীঠের মানুষদের। আহত বন কর্মী এই মুহূর্তে SSKM এ চিকিৎসাধীন।

{ads}

News Breaking News Maipith Tiger সংবাদ

Last Updated :

Related Article

Latest Article