header banner

হাওড়ার শ্যামপুরে তাপস সাহার জেরায় উঠে আসা সকলকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: তাপস সাহার জেরায় উঠে আসে শ্যামপুরের শ্যামপুর থানার কাঁঠানলির তিন জনের নাম, প্রবীর কয়াল, শ্যামল কয়াল, সুনিল মন্ডল। সিবিআই এর তিনটি দল তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নথি যাচাই করার কাজ করছে। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় সিবিআইয়ের দলটি। প্রবীর কয়াল বলেন, তিনি শুধুমাত্র ৩০ থেকে ৩৫ জনের কাছ থেকে প্রায় এক থেকে দেড় কোটি টাকা তুলে সবার কাছে পৌঁছে দিয়েছেন। তার আর কোন কাজ ছিলো না। এর আগে এই বিষয় নিয়ে তিনি রাজ্য পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছেন। তিনি বর্তমানে জামিনে আছেন। তাঁর দাবি অমৃত ব্যাপারী নামে জনৈক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত, তিনি আসল মাস্টার মাইন্ড। তাঁর কাজ ছিল টাকা তুলে এনে তাপস সাহার হাতে তুলে দেওয়া। তাঁর দাবি, তাপস সাহা প্রভাবশালী হওয়ায় তিনি মুখ খুলতে ভয় পেতেন। তিনি আরো জানান সিবিআই তার মোবাইলটি এবং আগের কেসের নথিপত্র সঙ্গে করে নিয়ে গেছে। তিনি জানান তিনি ভবিষ্যতে সিবিআইকে সবরকম সহায়তা করবেন।
{link}
তাপসের পর এবার তাপস ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। ইতিমধ্যেই ইতির গোটা বাড়ি ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্স। ভেতরে বিভিন্ন নথি এবং তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর প্রতিনিধি দল। এই ইতি সরকারের সাথে তাপস সাহার যোগাযোগ ছিল বলে সিবিআই জানতে পেরেছে আর তাই ইতির বাড়িতে শুরু করেছে তদন্ত। অন্যদিকে ইতির বাড়িতে এত সংখ্যক পুলিশ এবং সিবিআই আধিকারিকদের দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমস্ত গ্রামের মানুষ এসে ভিড় করেছে ইতির বাড়ির সামনে।
{ads}

howrah scam west bengal news সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article