header banner

CM : শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর প্ৰিয় প্রকল্প 'দুয়ারে সরকার'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর প্ৰিয় প্রকল্প 'দুয়ারে সরকার' (Duare Sarkar)। ইতিমধ্যে বাংলার কয়েক লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছে। জানা যাচ্ছে, প্রথম দিনেই ‘দুয়ারে সরকারের’ ক্যাম্পে অংশ নিলেন প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ। ২৪ জানুয়ারি শুক্রবার থেকেই গোটা রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার। এক ছাতার তলায় আনা হয়েছে ৩৭টি প্রকল্প। আর তাতেই দেখা গেল মানুষের ব্যাপক সাড়া।

{link}

নবান্ন (Nabanna) সূত্রে খবর, এদিন রাজ্যজুড়ে ১৩ হাজার ৯২২ টি শিবিরের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র শুক্রবারই এই ক্যাম্পগুলিতে যান  ৫ লক্ষ ৪৬ হাজার ৫৯৬ জন। ক্যাম্পে গিয়ে দেখা যায়, অধিকাংশই মহিলা। মুখ্যমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একধিক প্রকল্প নিয়েছেন। একটা বিষয় স্পষ্ট কৃষি ঋণ, বর্ধক্যভাতা, বিধবা ভাতা ইত্যাদি থেকেও আনাক বেশি লাইন লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীতে। পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত কাজ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়েও ভাল সাড়া মিলেছে বলে খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই সন্দেশখালিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}

সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই গোটা রাজ্যে বসবে দুয়ারে সরকারের শিবির। ২৪ জানুয়ারি থেকে চালু হলেও দুয়ারে সরকারের ক্যাম্প থাকছে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত, দুয়ারে সরকারের পথচলা শুরু ২০২০ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে খবর। আন্তর্জাতিক ও জাতীয় ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প ব্যাপক সারা ফেলেছে।

{ads}

News Breaking News West Bengal Mamata Banerjee CM Duare Sarkar সংবাদ

Last Updated :