শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার দিঘায় (Digha) উড়ে যান মুখ্যমন্ত্রী। দিঘাকে নতুন করে সাজাতো মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য। দিঘা নিয়ে তাঁর অনেক পরিকল্পনা। তার মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরী করা। সেই কাজ ইতিমধ্যে ৮০ শতাংশের বেশি হয়ে গেছে। জগন্নাথ মন্দির নিয়ে কোনও নতুন ঘোষণা হবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার মানুষ।
{link}
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই তাই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন, মন্দিরের ট্রাস্ট বোর্ড গঠন-সহ প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ওল্ড দিঘা থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কড়া নিরাপত্তায় ঢাকা হয়ে গেছে। রাস্তার দুপাশে প্রচুর ব্যানার লাগানো হয়েছে। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি আছে।
{link}
মন্দারমণির (Mandarmani) অবৈধ হোটেল নির্মাণ প্রসঙ্গও মমতার সফরের কর্মসূচি হতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত এই সফরসূচীকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। কলকাতা থেকে হেলিকপ্টারে নিউ দিঘা আসেন মুখ্যমন্ত্রী। নিউ দিঘা থেকে সড়ক পথে ওল্ড দিঘা যান । ওল্ড দিঘায় সরকারি আবাসনে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা যায়, আজ, ১১ ডিসেম্বর প্রশাসনিক বৈঠক করতে পারেন দিঘায়। কথা হতে পারে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও।
{ads}