header banner

Digha : আগেভাগে দিঘায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পরে আগামীকাল দিঘার (Digha) রথের রশি টেনে দিঘার রথ উৎসব (Rath Yatra) শুরু করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রথযাত্রা। সেই উপলক্ষে দিঘায় মুখ্যমন্ত্রী। রথের দিন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করবেন মমতা (Mamata Banerjee)। তার আগেই বুধবার সেখানে পৌঁছে গেলেন তিনি।

{link}

তাঁর আসার খবর পেয়ে সাজসাজ রব দিঘা জুড়ে। মমতা দিঘায় প্রবেশ করার আগে তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুই ধারে প্রচুর কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হন। তা দেখে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করান তৃণমূল সুপ্রিমো। কর্মীদের সঙ্গে দেখা করেন। তারপর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।এক সময় দেখা যায় এক বৃদ্ধার সঙ্গে কথা বলছেন তিনি।

{link}

স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে জনতা। জনসংযোগের মাঝে মারিশদা থানায় যান মুখ্যমন্ত্রী। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। রথ শুক্রবার হলেও আগেভাগেই দিঘায় পৌঁছেছেন মমতা। সূত্রের খবর, সমস্ত দিক খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা।

{ads}

News Breaking News Mamata Banerjee Digha Rath Yatra সংবাদ

Last Updated :