header banner

'মুখ্যমন্ত্রীর অন্য ধর্মের উৎসবের পঞ্জিকার কথা মনে থাকে, নবদ্বীপের রাসের মাহাত্ম মনে থাকে না'- শুভেন্দু

article banner

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর অন্য ধর্মের উৎসবের পঞ্জিকার কথা মনে থাকে। নবদ্বীপ শান্তিপুরের রাসের মাহাত্ম্য তার মনে থাকে না। নদীয়ার নবদ্বীপের রাস পুর্নিমায় নটরাজ পুজা কমিটির পুজার উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী জেলা সফর সম্পর্কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে তিনদিনের নদীয়া জেলার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই এহেন মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

{link}
কার্যত সোমবার রাতে মুখ্যমন্ত্রীর রাস পূর্ণিমার মধ্যে নদীয়া জেলা সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। একই সাথে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী এমন একটি সময়কে বেছে নিয়েছেন যেখানে শান্তিপুর এবং নবদ্বীপের রাস উৎসব চলছে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর রেশ এখনো কাটেনি। আর সেই সময়টাকেই তিনি বেছে নিলেন। এই সময় মুখ্যমন্ত্রীর অন্য ধর্মের পাঁজি পঞ্জিকা মনে থাকে অথচ রাসের কথা তার মনে নেই। শান্তিপুর এবং নবদ্বীপের রাসের মাহাত্মের কথা তার মনে থাকে না। একই সাথে বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় ঠিক আবার উল্টে দেবে। এখন দেখার বিরোধী দলনেতার এহেন কটাক্ষের পর মুখ্যমন্ত্রীর নদীয়া জেলা সফর কেমন হয়। 
{ads}

news Nabadwip Rasyatra CM Mamata Banerjee West Bengal সংবাদ

Last Updated :