header banner

SKOCH Group : ইউপিএ সরকারের চেয়ে এগিয়ে এনডিএ সরকার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের চেয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার যে নানা দিক থেকে এগিয়ে, তা স্পষ্ট হয়েছে বিভিন্ন সমীক্ষার রিপোর্টে। এবার জানা গেল কর্মসংস্থানেও আগের সরকারের চেয়ে কয়েক যোজন এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। স্কচ নামের এক সংস্থার করা রিপোর্টে জানা গিয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সালের (নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের ১০ বছর) মধ্যে কংর্মসংস্থান হয়েছে ৫১.৪ কোটি। এর মধ্যে ১৯.৭৯ কোটি কর্মসংস্থান হয়েছে গভর্নেন্স লেড ইন্টারভেনশনের মাধ্যমে। বাকি ৩১.৬১ কোটি কর্মসংস্থান হয়েছে ক্রেডিট-লেড ইন্টারভেনশনের মাধ্যমে।

{link}

সোমবারই স্কচের তরফে প্রকাশ করা হয়েছে রিপোর্টটি। তাতেই উঠে এসেছে মোদি জমানায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা।এক ব্যক্তি সারা বছর ধরে যে পরিমাণ কাজ করেন, তাকে ঘণ্টা প্রকাশ করা হয়। এই সময় পরিমাপের একক হল এক পার্সন ইয়ার। মোদি জমানার দশ বছরে এই পার্সন ইয়ার তৈরি হয়েছে ৫১.৪ কোটি। রিপোর্টটি তৈরি করা হয়েছে ৮০টি কেস স্টাডির ভিত্তিতে। এঁরা প্রত্যেকেই ঋণ গ্রহীতা। বিভিন্ন সময় লোন নিয়েছিলেন। সরকারি বিভিন্ন প্রকল্পের খতিয়ান থেকেও উঠে এসেছে এই তথ্য।বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪-২৪ সালের মধ্যে মোট ৫১.৪ কোটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১৯.৭০ কোটি কর্মসংস্থান হয়েছে গভর্নেন্স-লেড ইন্টারভেনশনের মাধ্যমে আর বাকি ৩১.৬১ কোটি কর্মসংস্থান হয়েছে ক্রেডিট-লেড ইন্টারভেনশনের মাধ্যমে।

{link}


উল্লেখ্য যে, স্কচ গ্রুপ হল ভারতের থিঙ্কট্যাঙ্ক। ১৯৯৭ সাল থেকে এই সংস্থা আর্থ-সমাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে। দেশের উন্নতির ওপরও আলোকপাত করছে।এই সংস্থা কেন্দ্রীয় সরকারের ১২টি প্রকল্পের ওপর স্টাডি করেছে। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাও। এখানে থেকেই দেখা গিয়েছে গত ৯ বছরে ক্রেডিট গ্যাপ কমে হয়েছে ১২.১ শতাংশ। বিবৃতিতে বলা হয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে ক্রেডিট গ্যাপ হ্রাস, মাল্টিমেন্সনাল পোভার্টি হ্রাসের সঙ্গে ইতিবাচক কো-রিলেশন রয়েছে। রাষ্ট্রের নেট ডোমেস্টিক প্রোডাক্টও বৃদ্ধি পেয়েছে। 

{ads}

News Government UPA Congress Rahul Gandhi NDA BJP PM Modi Report SKOCH Group economic Case Study Vote Voter Election Election 2024 Lok Sabha Election Politics Politician সংবাদ

Last Updated :