header banner

নির্ধারিত সময়ের পূর্বেই বেলুড় মঠ পরিদর্শনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: নিজের রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠ পরিদর্শনে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফর ঘিরে সকাল থেকেই হাওড়ায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল হাওড়া সিটি পুলিশের তরফে। হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি'র অফিসাররাও উপস্থিত ছিলেন। 
{link}
মঙ্গলবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই বেলুড় মঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনেই বেলুড় মঠে এসেছেন তিনি। এদিন ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মূল মন্দির, মা সারদা দেবীর মন্দির সহ স্বামীজি ও ব্রহ্মান্দজীর মন্দির পরিদর্শন করবেন। পাশাপাশি অধ্যক্ষ মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করা সম্ভাবনা রয়েছে তাঁর। সকাল প্রায় সাড়ে ৯টা পর্যন্ত মঠে ছিলেন রাষ্টপতি। এরপর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাষ্ট্রপতির বেলুড় মঠ সফরের আগেই সুরক্ষার খাতিরে বালি বেলুড় অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। স্বামীজি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার পূণ্য ভূমীতে রাষ্ট্রপতি আসায় কার্যত আপ্লূত বাঙালি সমাজ। বেলুড় মঠের মহারাজদের মধ্যেও রাষ্ট্রপতির আসা নিয়ে ছিল খুশির আবহ। রাষ্ট্রপতি কাল নিজের বক্তব্যেও বেলুড় মঠে আসার কথা সম্পর্কে নিজের ঔৎসুকতার কতা উল্লেখ করেছিলেন। আজ সকালে এই সকল বিষয় মিলে এক সুন্দর মুহূর্তের সাক্ষি রইল বেলুড় মঠ।
{ads}
 

Howrah West Bengal Belur math News President of India সংবাদ

Last Updated :