header banner

Shankarpur : পেটের টানে মাছ ধরতে গিয়ে ঘটল অঘটন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  এমনিতেই পূর্ণিমা উপলক্ষে সমুদ্র উত্তাল। তার মধ্যে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। তাই আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধ করেছিল। কিন্তু পেটের টানে সেই নিষেধ উপেক্ষা করে দুটি নৌকো বেরিয়ে দুর্ঘটনায় (accident) পড়ে। শনিবার সকাল থেকেই বদলেছে দিঘার আবহাওয়া ( Weather)। তাতে আবার রবিবার পূর্ণিমা।

{link}

তার আগে উত্তাল সমুদ্র। দৈত্যাকার ঢেউ তোলপাড় করছে। এরইমধ্যে ইলিশ (Ilish) ধরতে গিয়ে ডুবল দু’টি ইঞ্জিন চালিত বড় নৌকা। শনিবার সকালে শঙ্করপুর (Shankarpur) মৎস্য বন্দর থেকে মা অন্নপূর্ণা ও নিউ প্রতিমা নামে যন্ত্র চালিত নৌকা ইলিশের সন্ধানে বেরিয়েছিল। যন্ত্র নৌকায় থাকা এক মৎস্যজীবী বুদ্ধদেব মাজি বলেন, “কিছুটা যাওয়া পর চরে লেগে ডুবে যায়। কোনরকমে ১৮ জন মৎস্যজীবী সাঁতার কেটে উঠে আসি।”

{link}

যদিও তারা প্রাণে বেঁচে গেছে, কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। প্রাক্তন বিধায়ক তথা শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ নায়েক বলেন, ” খারাপ আবহাওয়া। এদিকে দীর্ঘদিন ধরে সমুদ্র ড্রেজিং না হওয়ার কারণে এমন বিপত্তি ঘটল। ছোট ছোট মৎস্যজীবীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।” দু’টি যন্ত্র চালিত নৌকা আচমকাই যায় উল্টে। ১৬ জন মৎস্যজীবী কোনওরকমে সাঁতার কেটে পাড়ে ওঠেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজিং নেই। সে কারণেই এমন বিপত্তি।

{ads}

News West Bengal Breaking News Weather Update Weather Report Monsoon Rain Digha Ilish Fishermen accident Shankarpur fishing port সংবাদ

Last Updated :