header banner

SIR News: এসআইআর আবহে সুখবর! প্রায় দ্বিগুন হল BLO, সুপারভাইজারদের ভাতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: SIR এর প্রথম দিন থেকেই অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিস্তর অভিযোগ BLO, সুপারভাইজারদের। এবার কিছুটা হলেও তাদের আর্থিক সুরাহা হলো। SIR -র কাজের চাপে কেউ অসুস্থ হয়ে পড়েছেন তো কোনও বিএলও-র মৃত্যু পর্যন্ত হয়েছে। পশ্চিমবঙ্গে রাস্তায় নেমেছেন বিএলও-রা। এবার এই বিএলও-দের জন্য বিরাট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাড়ল তাদের টাকা। এবার প্রতি নির্বাচন সাইকেলে দ্বিগুণ টাকা পাবেন বুথ লেভেল অফিসাররা। ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। তার মাঝেই বিএলও-দের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার থেকে ৬ টাকা নয়, বুথ লেভেল অফিসাররা এবার থেকে ১২ হাজার টাকা করে পালেন। শুধু বিএলও-রাই-নন, বিলএও সুপারভাইজররাও এবার থেকে ১২ হাজার টাকার বদলে ১৮ হাজার টাকা করে পাবেন।

{link}

  এদিকে আজ রবিবার থেকেই মাঠে নেমে পড়ছেন রাজ্যে নিযুক্ত ১২ জন পর্যবেক্ষক। শনিবার রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও ১২ জন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।এই টিমের মূল কাজ হল সংশ্লিষ্ট জেলায় SIR প্রক্রিয়ার অগ্রগতি কতদূর তা খতিয়ে দেখা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা এবং জনসংযোগে সামিল হওয়া। পরে সংশ্লিষ্ট জেলার দৈনন্দিন রিপোর্ট রাজ্যের সিইও ও দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠাবেন তাঁরা। অন্য দিকে, জেলার বিভিন্ন বিডিও এবং ডিএম অফিসের তরফে সাধারণ মানুষের সঙ্গে পর্যবেক্ষকদের জনসযোগের জন্য প্রচার করা হবে। সাধারণ মানুষ চাইলে পর্যবেক্ষকদেরও তাঁদে সমস্যার কথা জানাতে হবে।

{ads}

SIR West Bengal BLO Supervisor SIR News Today BLO News SIR West Bengal SIR News Update সংবাদ এসআইআর আপডেট

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article