header banner

সিকিমে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ানের গোপীনাথ মাকুড়ের দেহ পৌঁছালো গ্রামে

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামে এসে পৌঁছালো। সিকিম থেকে বিমানে বাগডোগরা হয়ে পানাগড় সেনা ছাওনী ঘুরে রবিবার সড়কপথে মৃত ঐ সেনা কর্মীর দেহ গ্রামে এসে পৌঁছায়।
প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর সিকিমের জেমা এলাকায় খাদে গাড়ি উলটে মর্মান্তিক দুর্ঘটনায় তিন জন জুনিয়র কমিশন অফিসার সহ ১৬ জন ভারতীয় জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়। এঁদের মধ্যে ভালুকা গ্রামের গোপীনাথ মাকুড় নামে এক সেনাকর্মী ছিলেন। মৃত সেনাকর্মীর পরিবার সূত্রে খবর, ২০০১ সালে সানাবাহিনীতে যোগ দেন গোপীনাথ। বাড়িতে বাবা, মা, স্ত্রী, ১১ বছরের একমাত্র ছেলে, ভাই ও ভ্রাতৃবধূ রয়েছেন। গত আগষ্টে শেষবারের মতো বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান গোপীনাথ মাকুড়। আগামী মার্চে বাড়ি ফিরে বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় নির্ম্মীয়মান বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করার কথা ছিল, তার আগেই সব শেষ!

{link}
এদিন মৃত সেনা কর্মীর সহকর্মীরা মৃতদেহবাহী শকট নিয়ে গ্রামে পৌঁছালে অসংখ্য মানুষ ভীড় করেন। সকলেই তাঁদের প্রিয় 'গোপী'কে শেষবারের মতো একটিবার চোখে দেখা দেখতে চান। জাতীয় পতাকা দিয়ে মরদেহ ঢেকে দেওয়ার পাশাপাশি ফুল আর মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলে, সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
{ads}

news Sikkim Indian Army West Bengal সংবাদ

Last Updated :