শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমন ঘটনা আগে কখনো শোনা যায় নি। জল খেতে গিয়ে বিষম খাওয়া মাঝে মাঝে হয়। তাই বলে 'মৃত্যু'? সেই কারণেই এটা আমাদের আজকের অফবিট নিউজ। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বংশীহারী ব্লকের তেলিপুকুর এলাকার। মৃত নাবালকের নাম তন্ময় কর্মকার(১২)। ওই নাবালক বদলপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
{link}
এমন ঘটনার কথা কেউ কখনো ভাবতেই পারে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল তন্ময়। খেলার পরে শরীর প্রচণ্ড ঘেমে যাওয়ায় মাঠের ধারে থাকা টিউবওয়েল থেকে জল খাওয়ার সময় গলায় জল আটকে যায়। ব্যাস, মুহূর্তে সব শেষ। সেখানেই বসে পড়ে ওই নাবালক।
{link}
পরবর্তীতে বিষয়টি এলাকার লোকের নজরে এলে, সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বুধবার ময়না তদন্তের পরে হয়তো জানা যাবে কেন এভাবে জল এক কিশোরের জীবন কেড়ে নিলো।
{ads}