শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার বিকেলে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গুজরাটের আনন্দে (Anand)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুজরাটের আনন্দে মাহি নদীর কাছেই ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই রেল সেতুর একাংশ। বুলেট ট্রেন চালানোর জন্য নির্মীয়মান সেতু ভেঙে গিয়েছে। বহু মানুষ আটকে পরেছেন ওই সেতুর নিচে। তাদের অনেককেই মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার করা যায় নি। দেশের সর্বত্র শোকের ছায়া।
{link}
ঠিক সেই সময় তৃণমূল নেতা দেবাংশু (Debangshu Bhattacharya) নেমে পড়লেন রাজনীতি করতে। মঙ্গলবার রাতে এক পোষ্টে লিখলেন, গুজরাটের আনন্দে ভেঙ্গে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মান সেতু। বহু লোকের চাপা পড়ার আশঙ্কা। ২০১৬ সালে কলকাতার পোস্তায় যখন উড়ালপুল ভেঙে পড়েছিল নরেন্দ্র মোদী নির্বাচনী সভা করতে এসে বলেছিলেন, "এটা অ্যাক্ট অফ গড নয়। অ্যাক্ট অফ ফ্রড.."। তারপরেই খোঁচা দিয়ে লেখেন,'আজও একই কথা বলবেন তো প্রধানমন্ত্রী (PM)?'
{link}
স্বাভাবিক কারণে যখন সেতুর নিচে আটকে পড়া মানুষদের নিয়ে সকলে উদ্বিগ্ন, তখন দেবাংশুর এই মন্তব্যে অনেকেই ক্ষুব্ধ। একজন লিখেছেন, "নিজেদের ভুলগুলো অন্য কোথাও দেখতে পেলে খুব খুশি হয়ে যান তাই না! এত লোক চাপা পড়ল সেটা না দেখে কবে মোদী এসে আপনাদের দিদিকে কী বলেছিল সেটা মনে করাতে উঠে পড়ে লাগলেন। আগে মানুষগুলোর জন্য একটা দুটো শব্দ তো খরচ করুন।"
{ads}