শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) ভাষণ দিয়ে শুরু হলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে জানিয়েছেন, ১১ তারিখ সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্য বিধানসভায় শোক প্রস্তাব আনা হবে।
{link}
তারপর সেদিনের মতো মুলতুবি হয়ে যাবে অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বিকেল চারটেয় পেশ হবে বাজেট। এরপর ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর চার ঘণ্টা আলোচনা হবে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি থাকবে বিধানসভা। এরপর ফের ১৭ তারিখ অর্থাৎ সোমবার রাজ্যপালের ভাষণের উপর ফের আলোচনা হবে।
{link}
পাশাপাশি আগামী ১৮ তারিখ চার ঘণ্টা ও ১৯ তারিখ তিন ঘণ্টা বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। কাজেই এটিই হতে চলেছে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলত এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
{ads}