শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সব সময় নির্বাচনের প্রথম ২/৩ ঘন্টা খুব বেশি গন্ডগোল হয় না বাংলার নির্বাচনে। যত বেলা এগোতে থাকে ততই শুরু হয় রক্ত ঝরা। এবার কি নির্বিঘ্নে কাটবে এই উপনির্বাচন? নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই ও মাদারিহাটে রয়েছে বিধানসভা উপনির্বাচন। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে।
{link}
আরজি কর কাণ্ডের (R G kar Incident) পর এটাই প্রথম ভোটের লাইনে দাঁড়াবেন ৬ বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সেই আর জি করের কোনো প্রভাব কি পড়বে ভোটে? উত্তর জানা যাবে রেজাল্টের পরে। ছয় বিধানসভা আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। প্রাথমিকভাবে এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ। কোনো বড়ো খবর এখন পর্যন্ত আসে নি। মাদারিহাট ছাড়া বাকি সব আসনই রয়েছে তৃণমূলের দখলে। পরপর দু'বার সেখানে বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। এমনকি বিগত লোকসভা নির্বাচনেও ১১ হাজারের বেশি ভোটে এগিয়েছিল বিজেপি।
{link}
তবে লোকসভা ভোটের নিরিখে মাদারিহাট ছাড়া বাকি ৫ কেন্দ্রের কোনওটিতেই বিজেপি ভালো ফল করেনি। এবার ৬ বিধানসভা উপনির্বাচনেই চতুর্মুখী লড়াই। ২০২১-র পর এই প্রথম জোট করে লড়ছে না বাম ও কংগ্রেস। আরজি করের প্রতিবাদ আন্দোলনের পর জনগণের মন বুঝতে আলাদা আলাদা ভাবেই ঝাঁপাচ্ছে বাম ও কংগ্রেস। ৫ আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ৬ আসনেই প্রার্থী দিয়েছে হাত শিবিরও। এখন দেখার শেষ হাসি কারা হাসবে।
{ads}